Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার 

  শেরপুর, বগুড়া।

  সিটিজেন চার্টার


১. মিশন ও ভিশন

মিশন: সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আধুনিক ও শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা।

অভিলক্ষ্য: সরকারি অর্থ পরিশোধে কার্কর পূর্ব-নিরীক্ষা সম্পাদন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে গুনগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদান।

২. প্রতিশ্রুত সেবাসমূহ:

২.১) নাগরিক সেবা




উপজেলা হিসাব রক্ষণ অফিসের সিটিজেন চার্টার-

 

ক্র:

নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান 

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)


(১)

 

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

 (৭)

 

পারিবারিক পেনশন নিষ্পত্তি

এ্যাডভাইস ইস্যু

১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন

২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে

বিনামূল্যে

১০

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, শেরপুর, বগুড়া।

ফোন: ০১৩১৮-৩৮০৬৩৯

সেবা, মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি  খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি

এ্যাডভাইস ইস্যু

১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল

২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে

বিনামূল্যে

০৭

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, শেরপুর, বগুড়া।

ফোন: ০১৩১৮-৩৮০৬৩৯

অনুদান, ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জরীপত্রের বিপরীতে অথরিটি ইস্যু

অথরিটি ইস্যু

সংশ্লিষ্ট মঞ্জরীপত্র

বিনামূল্যে

০৭

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, শেরপুর, বগুড়া।

ফোন: ০১৩১৮-৩৮০৬৩৯






















১। নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের ভাতার বিল পাশ।

২।  বেতন নির্ধারন ও ছুটির হিসাব সংরক্ষণ।

৩।  চেক ড্রয়িং ক্ষমতা সম্পন্ন দপ্তর, সমূহের (যদি থাকে) কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ।

৪। নিরীক্ষাধীন অফিস সমূহের সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতে বিল পাশ।

৫। কর্মকর্তা/কর্মচারীদের জি.পি.এফ অগ্রীম/চুরানৱ পরিশোধ, বিভিন্ন ঋণ ও অগ্রীম পেনশন আনুতোষিক পরিশোধ।

৬ । সংশ্লিষ্ট সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়কৃত অর্থের দাবী পরিশোধ।

৭। মন্ত্রনালয় ভিত্তিক প্রাপ্তি এবং অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষণ  এবং তার ভিত্তিতে মাসিক

হিসাব প্রণনয়ন।

৮। উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের হিসাবের সাথে ইউএও/অফিসের হিসাবের সংগতি সাধন।

৯।  সোনালী ব্যাংকের সাথে প্রাপ্তি ও পরিশোধের ব্যাংক রিকনসিলিয়েশণ।

১০। সরকারী কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন।

১১। সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।